সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ভৈরব ও কুলিয়ারচরের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এক পবিত্র কুরআন খতম ও গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ শরীফুল আলম সিআইপি।
বিকাল ৪ টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে দেশনেত্রীর দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনায় পবিত্র কুরআন খতম করা হয়। এরপর বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলার প্রবীণ ওলামা হযরত মাওলানা বাহা উদ্দিন দা. বা.। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আবেগঘন মোনাজাতে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ শরীফুল আলম সিআইপি বলেন, "গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভীষণ অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছেন। এই কঠিন সময়ে তাঁর সুস্থতা শুধু আমাদের নয়, পুরো দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত তাঁকে পূর্ণাঙ্গ আরোগ্য দান করেন এবং আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। তিনি যেন সুস্থ হয়ে এসে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমি ভৈরব ও কুলিয়ারচরের সকল মা-বোন ও ধর্মপ্রাণ মানুষের কাছে অন্তর থেকে বেগম জিয়ার জন্য দোয়া চাইছি।"
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, তাদের প্রিয় নেত্রীর রোগমুক্তি না হওয়া পর্যন্ত এই ধরনের দোয়া মাহফিল এবং ধর্মীয় কর্মসূচী অব্যাহত থাকবে।
মোঃ ভেলু মিয়া