গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে হামলা, দম্পতিকে মারধর, স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, বাড়ি দখলের হুমকি ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী অভিযোগ করেন, লেলিন শিকদার ও তার সহযোগীরা কয়েক দফা তাদের পরিবারকে ভয়ভীতি দেখিয়েছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাহাবুব মুন্সী ও তার পরিবারের সদস্যরা লেলিন শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও ন্যায়বিচারের আবেদন জানান।
উল্লেখ্য, প্রধান শিক্ষক মাহাবুব মুন্সী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন এবং শারীরিকভাবে বেশ দুর্বল অবস্থায় রয়েছেন।