আজ রোজঃ শনিবার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা হেড অফিসের, এক মাদকবিরোধী অভিযানে,
ভৈরব উপজেলার, কালিকা প্রসাদ ইউনিয়ন এর আকবরনগর বাসট্যান্ড সংলগ্ন বাংলা হোটেলের পূর্ব পাশের রাস্তা থেকে ১হাজার ৮শত পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
আটককৃতরা হলো, নাজমা বেগম (৫২)স্বামী গোলাম হোসেন এবং আশা বেগম(৩৬) স্বামী ফাইজুল ইসলাম, উভয় সাং ভৈরবপুর মধ্যপাড়া(আবুল হোসেন ফকির বাড়ি) থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জ।
তখন সাথে সাথেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
আটককৃত মহিলাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোমান মিয়া