ঢাকা | বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় নতুন করে আসামি হলেন যারা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
সালমান শাহ হত্যা মামলায় নতুন করে আসামি হলেন যারা ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728

ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনো যাকে সহজেই আলাদা করে চেনা যায়—তিনি সালমান শাহ। তার অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্বে মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরাও। মাত্র চার বছরের ক্যারিয়ারে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের এক ক্ষণজন্মা নক্ষত্র।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে পাড়ি জমান এই জনপ্রিয় নায়ক। মৃত্যুর ২৯ বছর পরও দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন ঢালিউডের হার্টথ্রব সালমান শাহ।

এদিকে, সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত বলেছেন—এই হত্যা মামলা আবার চলবে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

আদালতের নির্দেশের পর সোমবার দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি করেছেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। এতে অভিনেতার স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আসামি করা হয়েছে—সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনকে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তিকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে আদালতের চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুর দিন তার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য নির্গত হয়। ঘর থেকে সিরিঞ্জ ও স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম জাতীয় ওষুধও পাওয়া যায়।

স্বজনদের অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা বলা হলেও সিবিআইয়ের তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে সেটির বড় ধরনের গরমিল রয়েছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুনরায় তদন্তের নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার স্ত্রী সামিরা হক দাবি করেন, সালমান আত্মহত্যা করেছেন। তবে পরিবারের অভিযোগ ছিল, এটি একটি পরিকল্পিত হত্যা।

প্রসঙ্গত, সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ছোটপর্দায় অভিনয়ের পর তিনি চলচ্চিত্রে আসেন। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।
মাত্র তিন বছর সাড়ে তিন মাসের ক্যারিয়ারে উপহার দেন ২৭টি জনপ্রিয় সিনেমা—যার মধ্যে রয়েছে ‘দেন মোহর’, ‘তোমাকে চাই’, ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘বিচার হবে’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের ঠিকানা’ প্রভৃতি।

বাংলা চলচ্চিত্রে সালমান শাহ শুধু একজন নায়ক নন—ছিলেন এক যুগের প্রতীক। তাই মৃত্যুর ২৯ বছর পরও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা, আবেগ ও রহস্যের মিশেলে।


নিউজটি পোস্ট করেছেন : প্রথমা আলো

কমেন্ট বক্স
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না