ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাট-১ আসনে এনসিপির নতুন মুখ আবু নসিব জবার মনোনয়ন প্রত্যাশা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 29, 2025 ইং
জয়পুরহাট-১ আসনে এনসিপির নতুন মুখ আবু নসিব জবার মনোনয়ন প্রত্যাশা ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নতুন মুখ মোঃ আবু নসিব (জবা)। মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি ইতোমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। গ্রাম, শহর, অলিগলি, জিতবে এবার শাপলা কলি প্রতিপাদ্যে নির্বাচনী লিফলেট নিয়ে তিনি বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সমর্থন কামনা করছেন।

মোঃ আবু নসিব (জবা) জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দক্ষিণ ভানাই কুশলিয়া গ্রামের বাসিন্দা। তিনি অত্র অত্র ছায়েম উদ্দীন বকুলের প্রথম পুত্র। পেশাগত জীবনে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিউ মার্কেট থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।  

সাম্প্রতিক সময়ে দলীয় শৃঙ্খলা মেনে এনসিপির প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করে তিনি তা যথাযথ প্রক্রিয়ায় জমা দিয়েছেন। এরপর থেকে তিনি নিজ এলাকায় ফিরে ধারাবাহিকভাবে মাঠে অবস্থান করে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দিচ্ছেন।

গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে আবু নসিব (জবা) বলেন, জয়পুরহাট-১ আসনের সাধারণ মানুষের উন্নয়ন, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও জনদুর্ভোগমুক্ত একটি আধুনিক জয়পুরহাট গড়ে তুলতে চাই।

দল ও জনগণ যদি তাকে সুযোগ দেয়, তাহলে জয়পুরহাটে ক্ষমতার রাজনীতি নয়, বরং নাগরিক কল্যাণ ও স্থানীয় উন্নয়নই হবে তার অঙ্গীকার। এমনই মনে করছেন আবু নসিব (জবা) ও তার ঘনিষ্ঠ দলীয় সহকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন