ঢাকা | বঙ্গাব্দ

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কালিকাপ্রসাদ ইউনিয়ন শাখায় ভারপ্রাপ্ত সভাপতি ও কোষাধ্যক্ষ নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
গাউসিয়া কমিটি বাংলাদেশ, কালিকাপ্রসাদ ইউনিয়ন শাখায় ভারপ্রাপ্ত সভাপতি ও কোষাধ্যক্ষ নিয়োগ ছবির ক্যাপশন:
ad728

আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) গাউসিয়া কমিটি বাংলাদেশ, কালিকাপ্রসাদ ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ সালের কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষের দীর্ঘদিনের কার্যক্রমে অনুপস্থিতির কারণে উক্ত দুই পদের সহকারীদের ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাউসিয়া কমিটি বাংলাদেশ, কালিকাপ্রসাদ ইউনিয়ন শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ আজিজুল সরকার বাবু, যিনি পূর্বের কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
অন্যদিকে, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ বিল্লাল হোসেন নকশীবন্দী

গাউসিয়া কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানিয়েছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে কালিকাপ্রসাদ ইউনিয়ন শাখার কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভবিষ্যতের কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : রোমান মিয়া

কমেন্ট বক্স
বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার স্ত্রী

বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার স্ত্রী