ঢাকা | বঙ্গাব্দ

জামিন পেয়ে যা বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
জামিন পেয়ে যা বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728

ইলিয়াস আলী মাসুক | হবিগঞ্জ প্রতিনিধি

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় অগ্নিসংযোগের বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও জুলাইযোদ্ধা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকাল সোয়া ১০টায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আদালতের বিচারক আবদুল মান্নান মাহদীর জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

আদালত থেকে বের হয়ে মাহদী হাসান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি বলেন,
“সারা দেশের সকল সহযোদ্ধাদের প্রতি আমি কৃতজ্ঞ। দল-মত নির্বিশেষে জুলাইযোদ্ধা, বিপ্লবী ভাইয়েরা এবং সাধারণ মানুষ যারা আমার পাশে দাঁড়িয়েছেন—আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ঋণ কখনো শোধ করতে পারব না। আপনাদের দায়বদ্ধতার মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ।”

বৈষম্য বিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেন,
“আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মাহদীকে মুক্ত করে আনা হয়েছে। সাংবাদিকসহ সবাইকে রাতভর কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত ও কৃতজ্ঞ।”

এর আগে রোববার সকাল ৮টায় মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়। তার মুক্তির দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহদী হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে রাতভর বিক্ষোভ করেন। একই দাবিতে রাজধানীর শাহবাগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন,
“পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।”


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈচিত্র্যের খোঁজে অভিনেত্রী স্নিগ্ধা: অভিনয়ই আমার ভালোবাসা

বৈচিত্র্যের খোঁজে অভিনেত্রী স্নিগ্ধা: অভিনয়ই আমার ভালোবাসা