অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান, ভৈরব আবেদীন হাসপাতালের ম্যানেজার মোঃ শাহ্ জালাল এবং ভৈরব পৌর বিএনপির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হাজী মোঃ নবী আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিএস ভৈরবের সভাপতি বাবু চন্দন কুমার পাল। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনতা সু-স্বাস্থ্য পল্লী সমাজ কল্যাণ কেন্দ্রের পরিচালক জনাব রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০১ সাল থেকে সুনাম ও দক্ষতার সঙ্গে জনতা সু-স্বাস্থ্য পল্লী সমাজ কল্যাণ কেন্দ্র পল্লী চিকিৎসক কোর্স পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা গ্রামগঞ্জে স্বাস্থ্যসেবার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যা বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এর ফলে শিক্ষার্থীরা প্রশিক্ষণ শেষে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হচ্ছে এবং সমাজে স্বাস্থ্যসেবায় অবদান রাখছে।
অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, নতুন বছরে নতুন কোর্স চালু করা হয়েছে এবং আগ্রহী শিক্ষার্থীরা বর্তমানে ভর্তি হতে পারবেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রোমান মিয়া