গুরু নানক দেব জী’র জন্মবার্ষিকীতে অংশ নিতে ২ হাজারের বেশি শিখ তীর্থযাত্রীকে ভিসা দিল পাকিস্তান
গুরু নানক দেব জী’র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতের ২ হাজার ১০০ জনেরও বেশি শিখ তীর্থযাত্রীকে ভিসা প্রদান করেছে পাকিস্তান। বুধবার নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আগামী ৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেব জী’র জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভারতীয় ভক্তদের পাকিস্তান সফরের ভিসা দেওয়া হয়েছে।
গুরু নানকের জন্মস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব এলাকায়, যা লাহোর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। এটি শিখ ধর্মাবলম্বীদের প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে এখানে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য জন্মবার্ষিকী উৎসব।
চলতি বছরে ভারত–পাকিস্তান সম্পর্কের অবনতির কারণে প্রথমদিকে এ আয়োজন ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত এপ্রিলের পেহেলগাঁও জঙ্গি হামলা এবং মে মাসে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
তবে চলতি মাসের শুরুতে ভারত সরকার শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদল বা ‘জাঠা’কে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিংহ সিরসা, যিনি এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, পাকিস্তান সরকারও তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, পাঞ্জাব প্রদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা মন্ত্রণালয় ইতোমধ্যে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে।
প্রথমা আলো