ঢাকা | বঙ্গাব্দ

সাভারে খামার থেকে মুরগি চুরি, হাতেনাতে ধরা পড়ল জাবেদ মিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
সাভারে খামার থেকে মুরগি চুরি, হাতেনাতে ধরা পড়ল জাবেদ মিয়া ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
সাভার উপজেলার বিভিন্ন খামার থেকে নিয়মিত মুরগি চুরির অভিযোগে মোঃ জাবেদ মিয়াকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। তিনি দীর্ঘদিন ধরে সাভার, মিরপুর ও কাপ্তান বাজার এলাকায় বিভিন্ন মুরগির গাড়িতে স্টাফ হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে—চাকরির সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি খামার থেকে তিনি নিয়মিত ৪০ থেকে ৬০টি করে মুরগি চুরি করতেন।

বুধবার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপে করে চুরি করা মুরগি বিক্রি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে সাভার মুরগি ব্যবসায়ী সমিতি জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেয়—আগামীতে সাভার, কাপ্তান বাজার ও মিরপুরের কোনো মুরগির দোকান বা পরিবহনকারী গাড়িতে তাকে আর স্টাফ হিসেবে রাখা যাবে না।

পরে স্থানীয়রা আটক জাবেদ মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ হিরণ চৌধুরী

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত