নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ
শিশুকল্যাণ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে ভুলতার সাওঘাট আইডিয়াল স্কুল। গত ৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল গত ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে রূপগঞ্জের ভুলতায় রয়েল মুন রুফটপ রেস্টুরেন্টের সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাওঘাট আইডিয়াল স্কুল প্রথম স্থান অর্জন করে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহাবুদ্দিন ইংলিশ একাডেমি এন্ড হাইস্কুল এবং তৃতীয় স্থান অর্জন করেছে চরপাড়া বিদ্যানিকেতন।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় সাওঘাট আইডিয়াল স্কুল থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে সেভেন স্টার গ্রেডে ১৭ জন, ট্যালেন্টপুল গ্রেডে ৩৬ জন এবং সাধারণ গ্রেডে ৪২ জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছে। একটি প্রতিষ্ঠান থেকেই এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর সাফল্য শিক্ষা মহলে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম এবং সদস্য সচিব জনাব সেলিম সাইব সংগঠনের সভাপতি জনাব সাহাবুদ্দিন মিয়ার নিকট আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তির ফলাফল হস্তান্তর করেন। পরে সভাপতি উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকদের হাতে ফলাফলের কপি তুলে দেন।
উল্লেখ্য, এবারের মেধাবৃত্তি পরীক্ষা ভুলতা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ৩১০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে, যার মধ্যে সেভেন স্টার গ্রেডে ৬০ জন, ট্যালেন্টপুল গ্রেডে ১১৮ জন এবং সাধারণ গ্রেডে ১৩২ জন শিক্ষার্থী রয়েছে।
সাওঘাট আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ ফারহানা ইসলাম (রোল–০৬) ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বলে, “আমি বৃত্তি পেয়ে খুব খুশি। আমার শিক্ষক ও মা-বাবার সহযোগিতার কারণেই আমি এই সাফল্য পেয়েছি। বড় হয়ে আমি মানুষের মতো মানুষ হতে চাই।”
সাওঘাট আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন, “এই সাফল্যের পেছনে আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করে এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।”
এই সাফল্যে সাওঘাট আইডিয়াল স্কুল পরিবার, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
দৈনিক চ্যানেল দিগন্ত