ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে বিধবার বাগানের গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
কুলিয়ারচরে বিধবার বাগানের গাছ কেটে দিলো দুর্বৃত্তরা ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী গ্রামে এক অসহায় বিধবা মহিলার একমাত্র অবলম্বন—তাঁর ফলের ও সবজির বাগান—রাতের অন্ধকারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ওই নারী, তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

একমাত্র সম্বল হারিয়ে আহাজারি
জানা যায়, মাধবদী গ্রামের ওই বিধবা মহিলা দীর্ঘকাল ধরে তাঁর বসতভিটার আশেপাশে বিভিন্ন জাতের ফলদ ও সবজি গাছ পরিচর্যা করে আসছিলেন। আম, কাঁঠাল, পেঁপে, কলাসহ বিভিন্ন মৌসুমি সবজির গাছ ছিল এই বাগানে। এই ফল ও সবজি বিক্রি করেই মূলত তার সংসার চলত। গাছগুলোই ছিল তাঁর আয়ের একমাত্র উৎস ও জীবনের সম্বল।

গত রাতে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা দা বা কুড়াল ব্যবহার করে বাগানের অসংখ্য সতেজ গাছ গোড়া থেকে কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে এই দৃশ্য দেখে ওই মহিলা কান্নায় ভেঙে পড়েন। তাঁর এই দুঃসময়ে এলাকার মানুষজন ভিড় করলেও দুষ্কৃতকারীদের খুঁজে বের করা যায়নি।
 
এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একজন অসহায় বিধবার ওপর এমন অমানবিক কাজ যারা করতে পারে, তারা সমাজের শত্রু। তারা দ্রুত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিধবা মহিলাটি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। তার এমন ক্ষতি হলো যখন এই ফল ও সবজির ভরা মৌসুম। কীভাবে তিনি এখন সংসার চালাবেন, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে ওই মহিলা দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে পারেন এবং অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ভেলু মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা