আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় শিবপুর উপজেলা পরিষদের সামনে এবং ইটাখোলা হাইওয়ে থানার সামনে থেকে পৃথকভাবে র্যালি বের হয়ে গোলচত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন এবং ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।
কর্মসূচিতে অংশ নেন নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হান্নান মানিক, ইটাখোলা হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদুল হাসান, এসআই নাজিম উদ্দিন, নায়েক মোঃ নাছির উদ্দিন, কনস্টেবল মোঃ কামরুল, আঃ হান্নান, মোঃ মোকলেছসহ আরও অনেকে।
এ ছাড়া উপস্থিত ছিলেন নিসচা শিবপুর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিন (কাউছার), দুর্ঘটনা, অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক নাছিম আহমেদ (ইকবাল), দপ্তর সম্পাদক মোঃ মামুন, আঃ কাইয়ুম মোল্লা, প্রচার সম্পাদক এস এ বাছেদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আমান উল্লাহ মৃধা, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন গাজী, সাখাওয়াত হোসেন, তানিয়া ও মোঃ হারুনুর রশিদ গাজী।
অনুষ্ঠানটি কভার করেন সাপ্তাহিক নরসিংদীর পাতা’র বিশেষ প্রতিনিধি মোঃ অলিউল্লাহ মিয়া এবং দৈনিক বাংলাদেশ সমাচার শিবপুর প্রতিনিধি সাবিনা আক্তার সাথী।
দৈনিক চ্যানেল দিগন্ত