ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে ধানের শীষের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
কুলিয়ারচরে  ধানের শীষের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক দিগন্তন্তরেখা
ad728
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম-এর মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে  কুলিয়ারচরে  প্রধান নির্বাচনী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, কিশোরগঞ্জ-৬ আসনটি বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। 

মো. শরীফুল আলমের নেতৃত্বে ভৈরব-কুলিয়ারচরের সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। দীর্ঘ সময় ধরে হামলা-মামলার শিকার হওয়া নেতা-কর্মীরা এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জয়ী হতে চান।

​বক্তারা আরও বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। তারা তৃণমূলের নেতা-কর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার এবং নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া ধানের শীষের প্রার্থীর বিজয় ও দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

​দোয়া অনুষ্ঠানের পর মো. শরীফুল আলম দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে অত্যন্ত সাদামাটাভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। সাধারণ মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি, তাতে আমি অভিভূত। আশা করি, জনগণ আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় সারির নেতারা।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ভেলু মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন