ঢাকা | বঙ্গাব্দ

সিরাত অলিম্পিয়াড’২৫: কসবা ও আখাউড়ায় পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2025 ইং
সিরাত অলিম্পিয়াড’২৫: কসবা ও আখাউড়ায় পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলা ও আখাউড়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে ‘সিরাত অলিম্পিয়াড’২৫’-এর পুরস্কার বিতরণী ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফ্ফর হোসেন।

আয়োজক সূত্রে জানা যায়, দুই উপজেলাজুড়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রায় ২,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরবর্তীতে ফলাফলের ভিত্তিতে ১৫০ জন বিজয়ীর মধ্যে লক্ষাধিক টাকার পুরস্কার, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও সুষম জীবন গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান। আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : তানভীর ভুঁইয়া

কমেন্ট বক্স
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন