রংপুর ও দিনাজপুর জেলার বিভাজক ঘৃনাই নদীর উপর অবস্থিত নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ চৌতিরঘাট ব্রিজটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ১৯৯৯ সালে নির্মিত মাত্র ৮ ফুট প্রসস্ত এই সেতুর দুপাশের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্থানীয় মানুষজন, মালবাহী যানবাহন ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের রেলিং ভেঙে যাওয়ার পর বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো কোনো সংস্কার কাজ শুরু হয়নি। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে।
চৌতিরঘাট ব্রিজই কুশদহ, টুপামারী ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের সাথে উপজেলা ও জেলা শহরের প্রধান যোগাযোগ ব্যবস্থা। ব্রিজটি দিয়ে পারাপার করতে ভয় পেয়ে অনেকেই বিকল্প পথে প্রায় ২০ কিলোমিটার ঘুরে যেতে বাধ্য হচ্ছেন। এতে যাতায়াত ব্যয় ও সময় দুটোই বাড়ছে। বিশেষ করে মালামাল পরিবহন ও জরুরি কাজে বড় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্রিজ পার হতে হয়। সামান্য ভুল হলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই তারা দ্রুত সংস্কারের দাবি জানান।
আব্দুল আলীম