দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এর আয়োজনে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগে উপস্থিত এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
ক্যাম্পে , বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেয়া হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, আগে এ ধরনের চিকিৎসা সেবা পেতে দূরবর্তী স্থানে যেতে হতো। বিনামূল্যে এ ক্যাম্প আয়োজন করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেক নারী-পুরুষ ও প্রবীণ রোগী সকাল থেকেই ক্যাম্পে সারিবদ্ধভাবে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন আরও মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
দিনব্যাপী এ কার্যক্রমকে কেন্দ্র করে আফতাবগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আব্দুল আলীম