ঢাকা | বঙ্গাব্দ

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক-এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় প্রতিযোগিতার সময়সূচি, ইভেন্টসমূহ, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, খেলোয়াড় বাছাই, অনুশীলন কার্যক্রম ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার শাফিকুল ইসলাম, যিনি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেন : আব্দুল আলীম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুলিয়ারচরে পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদ

কুলিয়ারচরে পুকুর দখল ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদ