সাভারে সাভার পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু।
অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী রাসেদুল ইসলাম রাসেলসহ সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক কমিশনার পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তিনি পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিরোধিতা করে বলেন, এ পদ্ধতি সংবিধানে নেই এবং জনগণও এটি সমর্থন করে না।
সভায় বিভিন্ন ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থীরা তাদের নিজ নিজ কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য জোরদার, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মোঃ হিরণ চৌধুরী