“সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় ঘাসফুল মহিলা সমবায় সমিতি লিমিটেডের প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে ঘাসফুল মহিলা সমবায় সমিতি ও বাকশিমুইল মহিলা সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. আনিছা দেলোয়ারা আনজু। তিনি তাঁর বক্তব্যে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা তুলে ধরেন এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন।
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. মো. হারুন অর রশিদ, রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্মল দাস, সহকারী পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোছা. কল্পনা আক্তার, সভাপতি, ঘাসফুল মহিলা সমবায় সমিতি লিমিটেড।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. ওসমান গনি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মোহনপুর উপজেলার দুটি এতিমখানাকে দুটি সমবায় সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার প্রদান। এই মানবিক উদ্যোগ সমাজের প্রতি সমবায় সমিতির দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হেইফার ইন্টারন্যাশনাল ও ওয়েভ ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগ ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে এক অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
মোঃ নাছির উদ্দিন