ঢাকা | বঙ্গাব্দ

মাগুরায় এলজিইডির আমলসার–শ্রীপুর সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
মাগুরায় এলজিইডির আমলসার–শ্রীপুর সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

মাগুরা জেলার আমলসার থেকে শ্রীপুর পর্যন্ত এলজিইডির অধীনে চলমান সড়ক উন্নয়ন কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, নির্ধারিত মান ও নকশা অনুসরণ না করেই কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে ব্যবহৃত উপকরণের মান নিয়ে প্রশ্ন রয়েছে। পুরোনো ক্ষতিগ্রস্ত রাস্তা সম্পূর্ণভাবে অপসারণ না করে তার ওপর নতুন কার্পেটিং করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া প্রয়োজনীয় কমপ্যাকশন ও রোলিং না করায় কাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে ফাটল ও দেবে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

আরও অভিযোগ রয়েছে, সড়কের দুই পাশে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে পানি জমে সড়কের ক্ষতির আশঙ্কা রয়েছে। নিয়ম অনুযায়ী কাজ চলাকালীন প্রকৌশলীদের তদারকি থাকার কথা থাকলেও স্থানীয়দের মতে তা নিয়মিত হচ্ছে না।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক ও রোগীবাহী যান চলাচল করে। নিম্নমানের কাজ হলে ভবিষ্যতে যানবাহন চলাচলে সমস্যা এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

অভিযোগ উঠেছে, কাজের অগ্রগতি ও মান যাচাই যথাযথভাবে না করেই বিল পরিশোধের প্রক্রিয়া এগোচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলে তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সড়কটির কাজের মান পরীক্ষা করে প্রয়োজন হলে ত্রুটি সংশোধন এবং দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা উচিত। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটা

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটা