ঢাকা | বঙ্গাব্দ

দশমাইল হাই স্কুল মাঠে ধানের শীষের পথসভা: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
দশমাইল হাই স্কুল মাঠে ধানের শীষের পথসভা: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
মোঃ আদর আলী, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের দশমাইল হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় সাতমেড়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-১ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, প্রখ্যাত আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ রবিউল ইসলাম রবি। এছাড়াও সাতমেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং ১নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

বক্তব্যে নেতৃবৃন্দ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে জামায়াতের ভূমিকার সমালোচনা করে বক্তারা বলেন, "সহজ-সরল ভোটারদের এনআইডি (NID) ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।" তারা সাধারণ ভোটারদের এসব প্রলোভন ও ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে জয়যুক্ত করতে হবে। একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের জয় সুনিশ্চিত করার জন্য তাঁরা দলীয় কর্মীদের ভোটকেন্দ্রে সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক