ঢাকা | বঙ্গাব্দ

জাল দলিলের মাধ্যমে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ, পাটগ্রামে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
জাল দলিলের মাধ্যমে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ, পাটগ্রামে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
সাঈদ হোসেন
পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা-তে এক মুক্তিযোদ্ধার জমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে। জমি উদ্ধারে আদালতে মামলা করায় প্রতিপক্ষের লোকজন তাঁকে খুন-জখমের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানী ভূইয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০২ সালে আউলিয়ারহাট হিন্দুপাড়া এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফারের কাছ থেকে দলিলমূলে ১৫ শতক জমি ক্রয় করেন তিনি। এরপর দীর্ঘ ২৩ বছর শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখলে ছিলেন। তবে প্রায় এক বছর আগে একই এলাকার সগেন্দ্রনাথ ও শড়ী নারায়ন চন্দ্র রায় জোরপূর্বক ওই জমি দখল করে নেন।

জমি উদ্ধারের জন্য ভূমি আইনে লালমনিরহাট আদালতে মামলা দায়ের করার পর থেকেই প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার জানান, ১৯৯৬ সালে ওই এলাকার এক নাবালকের আইনগত অভিভাবক হিসেবে সতিশ চন্দ্র রায় তাঁর কাছে ৬২ শতক জমি বিক্রি করেন। পরবর্তীতে সেখান থেকে ১৫ শতক জমি গোলাম ছোবাহানী ভূইয়ার কাছে বিক্রি করা হয়। দীর্ঘ সময় পর ওই জমি জোরপূর্বক দখল করা হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সগেন্দ্রনাথ রায় বলেন, ১৯৯৮ সালে তিনি সতিশ চন্দ্র রায়ের ছেলের কাছ থেকে ৩৮ শতক জমি কিনেছেন এবং তখন থেকেই ভোগদখলে রয়েছেন। কারো জমি দখল করা হয়নি বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধার পরিবার ও স্বজনরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমি দখল রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল