ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে পালিত হলো ৫৬তম বিশ্ব মান দিবস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2025 ইং
গোপালগঞ্জে পালিত হলো ৫৬তম বিশ্ব মান দিবস ছবির ক্যাপশন:
ad728

“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে ৫৬তম বিশ্ব মান দিবস–২০২৫

গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ডিডিএলজি ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল

সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপপরিচালক মোঃ মাসুদ আল মামুন, সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ বিল্লাল হোসেন, গোপালগঞ্জের গাজী বেকারির মালিক হিজবুল গাজী, এবং শরীয়তপুর বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আশরাফ প্রমুখ।

জেলা প্রশাসন ও বিএসটিআই গোপালগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন গোপালগঞ্জ বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) খাজা শাহ জালাল

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,

“মান দিবসে আমরা শেয়ার্ড ভিশনের কথা বলছি। পণ্যের গুণগত মান ও ওজন সঠিক রাখাই টেকসই উন্নয়নের প্রথম ধাপ।”


নিউজটি পোস্ট করেছেন : লুৎফর শিকদার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবকে জেলা ঘোষণার আন্দোলনে আসামিদের বিনামূল্যে আইনি সহায়তা

ভৈরবকে জেলা ঘোষণার আন্দোলনে আসামিদের বিনামূল্যে আইনি সহায়তা