মুসলিম ও আলেম সমাজ কেমন করে মেনে নিবেন,কারন মাদকের আসর মিলেয় ওপেন ভাবে ইসলাম বিরোধী কার্যকলাপ হয়।
ইসলামিক গোষ্ঠীর আপত্তির মুখে নারায়ণগঞ্জে একটি লালন মেলা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কুষ্টিয়াসহ অন্যান্য স্থানে লালন উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালে, কুষ্টিয়ায় 'সিদ্ধি জায়েজ করে দিতে হবে' বলে একটি লালন মেলা অনুষ্ঠিত হয়েছিল, যার বিরুদ্ধে ইসলামিক বেলাল (ইসলামিক গোষ্ঠী) প্রতিবাদ জানিয়েছিল। যদিও একটি নির্দিষ্ট «লালনের মেলা ইসলামিক বেলাল খবর» এমন কোনো খবর নেই, তবে এটি ইসলামি গোষ্ঠী ও লালন মেলা নিয়ে সংঘাতের একটি সাম্প্রতিক উদাহরণ।
নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ: ২০২২ সালে, নারায়ণগঞ্জে একটি লালন মেলা স্থানীয় ইসলামি গোষ্ঠী ও মুসল্লিদের আপত্তির মুখে বন্ধ করে দেওয়া হয়েছিল।
কুষ্টিয়ার মেলা: ২০২৩ সালে কুষ্টিয়ায় একটি লালন মেলায় 'সিদ্ধি জায়েজ করে দিতে হবে' বলে স্থানীয় ইসলামিক গোষ্ঠীগুলো প্রতিবাদ জানিয়েছিল।
সাম্প্রতিক লালন উৎসব: সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে একটি লালন উৎসব অনুষ্ঠিত হয়েছিল, যা এই ধরনের কার্যক্রমের একটি উদাহরণ।
লুৎফর শিকদার