ভৈরব ও বাজিতপুর জেলা বিভাজনের দাবির প্রেক্ষাপটে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো এক ঐক্যবদ্ধ বিক্ষোভ সমাবেশ।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে “কিশোরগঞ্জ জেলাবাসী” ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়
সমাবেশে বক্তারা সম্প্রতি ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড কিশোরগঞ্জের মানুষের ভাবমূর্তি নষ্ট করছে।” তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, “কিশোরগঞ্জ আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য— একে ভাঙার অপচেষ্টা সফল হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে কিশোরগঞ্জকে অখণ্ড রাখব।”
সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়কারী ইকরাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন, এনসিপি নেতা ফয়সাল প্রিন্স, মামুন মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সালমান এম সাকিব, সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নূসরাত জাহান, সরকারি গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক নাঈম এবং শেখ মুদাসসির তুশি প্রমুখ।
বক্তারা ঐক্যের বার্তা দিয়ে বলেন, “ভৈরব-কিশোরগঞ্জ একসূত্রে গাঁথা ইতিহাসের ধারক। বিভেদের রাজনীতি নয়, উন্নয়ন ও ভ্রাতৃত্বের রাজনীতি চাই।”
রোমান মিয়া