মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে গতকাল মধ্য রাতের প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেছেন তাহাজ্জুতের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়ে ভোটের জন্য লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দিয়ে অধিকার আদায় করবেন।
তিনি বলেন একটি মহল ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক থাকতে হবে। তিনি বলেন গত ১৫ বছর ধরে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। মিথ্যা মামলা,গুম ও নির্যাতনের মাধ্যমে জনগনের কণ্ঠ রোধ করা হয়েছে।
তিনি আরো বলেন ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে মানুষ রাস্তায় নেমে এসেছিল ভোটের অধিকার আদায়ের দাবীতে। সেই লড়ায়ের চুড়ান্ত ধাপ হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন। ভৈরবের মধ্য রাতের বিশাল জনসভায় ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার শপথ নেওয়ার আহবান জানান।
বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দুস্থ পরিবারের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড,কৃষকদের জন্য কৃষিকার্ড চালু সামাজিক সহায়তা বৃদ্ধি বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করার ঘোষনা দেন।বক্তব্য শেষে কিশোরগঞ্জের ৬টি আসনে বিএনপি মনোনীত ছয় জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষে ভোট দিয়ে ছয় জন প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ -৬(ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ -২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ -৩( করিমগঞ্জ -তাড়াইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড:ওসমান ফারুক, কিশোরগঞ্জ -৫(বাজিতপুর-নিকলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ -৪(ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমান জনসভায় আসার পথে অসুস্থ হয়ে পড়ায় জনসভায় যোগদান করতে পারেন নি।
অন্যান্যদের মধ্যে কিশোরগঞ্জ জেলাট ১৩টি উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং লক্ষাধিক সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
দৈনিক চ্যানেল দিগন্ত