ঢাকা | বঙ্গাব্দ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক দিগন্তরেখা
ad728
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সক্রিয় একটি ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার রাত আনুমানিক ১২টার দিকে সাভারের ঢাকা–আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অভিযানটি পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এলাকায় অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা জোরদার রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ হিরণ চৌধুরী

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...