ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী সমবায় দলের শোভাযাত্রা ও জনসভা প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী সমবায় দলের শোভাযাত্রা ও জনসভা প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
নওগাঁ–৪ মান্দা আসনে আগামী ০৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু এবং মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।

বক্তারা বলেন, ৩ ডিসেম্বরের এই শোভাযাত্রা ও জনসভা মান্দায় একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের ঐক্য, সহযোগিতা ও সংগঠনের শক্তি আরও সুস্পষ্টভাবে প্রকাশ পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মান্দা থানার শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমবায় দলের মান্দা থানার সভাপতি এম এ মতিন মুরাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ রনি ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ