ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে আটক, দোকান ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং
ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে আটক, দোকান ভাঙচুর ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রির অভিযোগে এক পোল্ট্রি বিক্রেতাকে আটক করেছে বাজারের সাধারণ মানুষ। এ ঘটনাকে কেন্দ্র করে তার দোকানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে বাজারে মুরগির মাংস বিক্রি করে আসছেন মোঃ সাদিকুর ইসলাম (৫৫)। স্থানীয় এক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, “আমরা যখন তার পোল্ট্রি ঘর থেকে জবাই করা মুরগি নিয়ে আসতে দেখি, তখন সন্দেহ হয় কেন মুরগির শরীরে রক্তের কোনও চিহ্ন নেই। বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে টালবাহানা করেন।”

পরে কথোপকথনের একপর্যায়ে সাদিকুর ইসলাম স্বীকার করেন, তিনি মোশারফ (৩২) নামের এক ব্যক্তির অনুরোধে মৃত মুরগি এনে দিচ্ছিলেন—যা নাকি তার (মোশারফের) কুকুরের খাবারের জন্য।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে এবং দোকানে ভাঙচুর চালায়। পরে বাজার কমিটি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়রা দাবি করেছেন, খাদ্য নিরাপত্তার স্বার্থে এমন অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নিউজটি পোস্ট করেছেন : শামীম রেজা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে আটক আত্মগোপনে থাকা বাঁশখালীর ডাক