অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে তিনি ছাত্র শিবিরের কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন।
পরে সন্ধ্যায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে একটি অনুষ্ঠানে অংশ নেন ডাকসু ভিপি ভিপি সাদিক কায়েম।
এর আগে মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন, ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন, শহীদ শান্তর বাবা জাকির হোসেন, ছাত্রশিবির বরিশাল জেলার প্রচার ও সাহিত্য সম্পাদক শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সৌরভ সরদার প্রমুখ।
দৈনিক চ্যানেল দিগন্ত