ঢাকা | বঙ্গাব্দ

শিবপুরে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
শিবপুরে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
আবু নাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে বাড়ির উঠানে খেলা করার সময় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) উপজেলার ভরতেরকান্দি গ্রামের হাজী গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হাজী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির উঠানে শিশুরা ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে মাটির নিচ থেকে কিছু গুলি বেরিয়ে আসতে দেখে তারা বড়দের খবর দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। পরে বাড়ির মালিক থানা পুলিশকে সংবাদ দিলে শিবপুর মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। উদ্ধারকৃত গুলিগুলো অনেক পুরনো এবং পরিত্যক্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...