ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে সচেতন সোসাইটির উদ্যোগে এক কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে মানব পাচার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বৈধপথে বিদেশে গমনের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
১৪/১২/০২৫ইং রোজ রবিবার সময় ৪ টা ৩০মিনিট এই প্রোগ্রাম শুরু হয় ।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি মবিলাইজার মোঃ মোস্তাফিজুল হক (মোস্তাক) ও নেসাদ আলী পিয়ার লিডার। তারা বলেন, বর্তমান সময়ে মানব পাচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যার শিকার হচ্ছে সমাজের অসহায় ও দরিদ্র মানুষ। এ থেকে রক্ষা পেতে সবাইকে বিদেশে যেতে হলে অবশ্যই বৈধ পথ অনুসরণ করতে হবে। তারা আরও জানান, বৈধভাবে বিদেশে গমনের জন্য দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে—ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
বাল্যবিবাহ প্রসঙ্গে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ এবং এটি বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। সরকার নির্ধারিত আইন অনুযায়ী ছেলেদের ন্যূনতম বিয়ের বয়স ২১ বছর এবং মেয়েদের ১৯ বছর—এই আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন কামাল উদ্দিন (কমিউনিটি মবিলাইজার) ও আব্দুল জাব্বার (অনির্বাণ সদস্য/সচেতন সদস্য)। তারা সমাজ থেকে মানব পাচার ও বাল্যবিবাহ নির্মূলে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
কমিউনিটি মিটিংয়ে সভাপতিত্ব করেন জামবাড়ীয়া ইউনিয়নের সদস্য জনাব ইসরাফিল হক। তিনি বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অনিয়ম ও অপরাধ প্রতিরোধ করা সম্ভব এবং এ ধরনের সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।
মিটিংয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন সদস্যরা উপস্থিত ছিলেন।
শামীম রেজা