ভৈরব উপজেলা কে জেলা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে যারা মামলায় আসামি হয়েছেন, তাদের জন্য বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা আদালতের একাধিক বিশিষ্ট আইনজীবী।
প্রস্তাবিত ৬৫তম জেলা হিসেবে ভৈরবকে স্বীকৃতি দেওয়ার দাবিটি এখন ভৈরববাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তবে আন্দোলন চলাকালীন সময়ে ষড়যন্ত্রমূলকভাবে কিছু তরুণ আন্দোলনকারীকে মামলায় জড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (২৭ অক্টোবর) ভৈরব রেলস্টেশনে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচি পালন করার সময় রেলে পাথর নিক্ষেপের ঘটনায় স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে ১৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভৈরবের কয়েকজন আইনজীবী ঘোষণা দিয়েছেন — তারা আন্দোলনরত তরুণদের পাশে থেকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা করবেন।
সহায়তায় নিয়োজিত আইনজীবীরা হলেনঃ
১. এডভোকেট মিজানুর রহমান — জেলা ও দায়রা জজ আদালত, কিশোরগঞ্জ
📞 ০১৭৬৫৯৭৭০৯০
২. এডভোকেট মোশাররফ হোসেন — জেলা ও দায়রা জজ আদালত, কিশোরগঞ্জ
📞 ০১৭৩২৭৯৮৯০৩
৩. এডভোকেট তরিকুল ইসলাম — জেলা ও দায়রা জজ আদালত, কিশোরগঞ্জ
📞 ০১৬৭৪২১৬৮১
৪. এডভোকেট আরিফুল রহমান — জেলা ও দায়রা জজ আদালত, কিশোরগঞ্জ
📞 ০১৬৮৩৬৬৫৬২৮
তারা সবাই বলেছেন, “ভৈরব জেলার দাবি থেকে আমরা এক বিন্দুও পিছপা হব না। আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত কাঙ্ক্ষিত দাবি পূরণ হচ্ছে।”
বক্তারা আরও জানান, দিন যত গড়াচ্ছে, আন্দোলনে মানুষের অংশগ্রহণ ততই বাড়ছে। ভৈরবের সর্বস্তরের পেশাজীবী, সংগঠন ও সামাজিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে— তারা যেন নিজ নিজ অবস্থান থেকে ভৈরবকে জেলা ঘোষণার দাবিকে আরও বেগবান করেন।
তারা বলেন, “আমরা শান্তিপূর্ণ সভা, সমাবেশ ও আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।”




রোমান মিয়া