পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের খান বাড়িতে সংঘটিত হয়েছে একটি চাঞ্চল্যকর গরু চুরির ঘটনা। গত ৭ ডিসেম্বর (রবিবার) গভীর রাতে আনুমানিক রাত ২টার দিকে নূর মোহাম্মদ খানের গোয়ালঘর থেকে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ গরু চোর চক্র।
ভুক্তভোগী নূর মোহাম্মদ খান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি সক্রিয় গরু চোর চক্র বাউফলের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যান ভাড়া করে গরু চুরি করে আসছে। এই চক্রের প্রধান সদস্য হিসেবে তিনি স্থানীয় জালাল মৃধা ও নজরুল আকনের নাম উল্লেখ করেন।
নূর মোহাম্মদ আরও জানান, ঘটনার বিষয়টি জানাতে তিনি স্থানীয় চৌকিদার মিজানুর রহমানকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করা হয়নি। পরবর্তীতে চৌকিদারের সঙ্গে গরু চোর চক্রের সদস্যদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখে তাঁর সন্দেহ আরও বেড়ে যায়। তবে এ বিষয়ে চৌকিদার মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণভাবে অভিযোগ অস্বীকার করে বলেন, গরু চুরির বিষয়ে আমি কিছুই জানি না, এসব অভিযোগ ভিত্তিহীন।
এদিকে, ঘটনার পরপরই নূর মোহাম্মদ খান বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন,
গরু চুরির বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা চলছে। আশা করছি খুব শিগগিরই চক্রটির সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
দৈনিক চ্যানেল দিগন্ত