ঢাকা | বঙ্গাব্দ

বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
ভোলাহাট প্রতিনিধি: শামীম হোসেন 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তীর অংশ হিসেবে আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সফিকুল ইসলাম। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং বহু সাবেক শিক্ষার্থী অংশ নেন। র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

আয়োজক কমিটির সদস্যরা জানান, হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠানকে সামনে রেখে এই র‌্যালি ছিল প্রস্তুতি পর্বের অংশ। র‌্যালিকে ঘিরে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

প্রধান শিক্ষক জনাব সফিকুল ইসলাম বলেন, “এই বিদ্যালয়ের ছয় দশকের যাত্রা আমাদের গৌরবময় ইতিহাস। শিক্ষক, শিক্ষার্থী ও সাবেকদের একসাথে অংশগ্রহণ আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

উল্লেখ্য, আগামী ২২,২৩ মার্চ ২০২৬ হীরক জয়ন্তীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড