কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের ২নং ওয়ার্ডের একজন প্যারালাইসিস আক্রান্ত অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে নুরুল হক কেরানী বাড়ি ঐক্য গোষ্ঠী।
গোষ্ঠীর সদস্যরা মানবিক উদ্যোগ হিসেবে অসহায় রোগীকে সহায়তা দিয়েছেন ৫৬,৫০০ টাকা। এই সহায়তা শুধু অর্থ নয়, এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং সমাজসেবার এক অনন্য অধ্যায়।
মানবতার কল্যাণে নিবেদিত এই ঐক্য গোষ্ঠী দীর্ঘদিন ধরে অসহায়, দুস্থ এবং প্রবাসে বিপদে পড়া মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। তাদের প্রতিটি কর্মকাণ্ডে প্রতিফলিত হয় “মানুষ মানুষের জন্য” — এই মহান আদর্শ।
এই মহতী উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণিত হলো—
ঐক্য, সহযোগিতা ও মানবতা একসাথে থাকলে অসম্ভবও সম্ভব। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য মানবতার ছোঁয়া পৌঁছে দেওয়া যায়।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল হক কেরানী বাড়ির মুরুব্বিরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।