নওগাঁর মান্দা উপজেলায় আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয়তাবাদী সমবায় দলের নির্বাচনী জনসভা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।
মান্দা থানা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এম এ মতিন মুরাদ জানান, পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।
এছাড়া, ঐদিন মান্দা থানার ১৪টি ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করবেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। এতে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ধন্যবাদান্তে
সভাপতি
জাতীয়তাবাদী সমবায় দল, মান্দা উপজেলা শাখা
মোঃ রনি ইসলাম