ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরের নবাবগঞ্জে ‘নবাবগঞ্জ আইডিয়াল স্কুল’-এর শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
দিনাজপুরের নবাবগঞ্জে ‘নবাবগঞ্জ আইডিয়াল স্কুল’-এর শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় আজ ১৩ ডিসেম্বর “নবাবগঞ্জ আইডিয়াল স্কুল” নামে একটি আধুনিক মানের পাবলিক স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাণকেন্দ্রে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ২৫ জন শিক্ষানুরাগী যুবকের উদ্যোগে ও প্রচেষ্টায় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। শিক্ষা বিস্তারে তাদের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

প্রতিষ্ঠানটিতে প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে ৯ম পর্যন্ত আবাসিক ও অনাবাসিকে ছাত্র/ছাত্রী ভর্তি শুরু হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষাবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নবাবগঞ্জ আইডিয়াল স্কুল ভবিষ্যতে এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এখান থেকে দক্ষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থী গড়ে উঠবে—এটাই সকলের প্রত্যাশা।



নিউজটি পোস্ট করেছেন : আব্দুল আলীম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...