ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর নবাবগঞ্জে ঐতিহাসিক সিতারকোট বিহার পরিদর্শনে জেলা প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
দিনাজপুর নবাবগঞ্জে ঐতিহাসিক সিতারকোট বিহার পরিদর্শনে জেলা প্রশাসক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আব্দুল আলীম
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নসম্পদ-বহুল সিতারকোট বিহার পরিদর্শনে আজ উপস্থিত হয়েছেন সম্মানিত জেলা প্রশাসক (ডিসি) স্যার। তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজসহ প্রশাসনের আরও কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে ডিসি স্যার প্রত্নতাত্ত্বিক এ নিদর্শনের সংরক্ষণ, পরিচর্যা ও পর্যটন সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সিতারকোট বিহার দিনাজপুরের একটি অমূল্য ঐতিহ্য, যা সংরক্ষণ করলে দেশের পর্যটন খাতে বড় ভূমিকা রাখতে পারে।

ইউএনও জিল্লুর রহমান স্যার জানান, বিহার এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও সংরক্ষণে প্রশাসনের চলমান উদ্যোগ আরও জোরদার করা হবে। সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ স্যারও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।

স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিহারকে কেন্দ্র করে পর্যটন উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।



নিউজটি পোস্ট করেছেন : আব্দুল আলীম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন