ঢাকা | বঙ্গাব্দ

কালিকাপ্রসাদে প্রাইমারি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
কালিকাপ্রসাদে প্রাইমারি মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাইমারি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবান্ধব ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আজিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক, আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লিটন মিয়া, চেয়ারম্যান, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন সালাহ উদ্দিন খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা এবং অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক রাসেল, সাংগঠনিক সম্পাদক, ভৈরব সমিতি, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফখরুল আলম রতন, সাবেক সাধারণ সম্পাদক, কালিকাপ্রসাদ ছাত্র সংসদ; মোঃ মহি উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী; মোঃ হুমায়ুন রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, কালিকাপ্রসাদ; মোঃ মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, কালিকাপ্রসাদ; মোঃ ফজলুল কবির, সাধারণ সম্পাদক, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, কালিকাপ্রসাদ; শাহানা বেগম, প্রধান শিক্ষিকা, কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় এবং মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাংবাদিক এসোসিয়েশন ভৈরব উপজেলা শাখা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাফিজ উদ্দিন, আহ্বায়ক, কালিকাপ্রসাদ প্রাইমারি বৃত্তি ফোরাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোহাগ ইসলাম, আহ্বায়ক, প্রাইমারি মেধাবৃত্তি–২০২৫ আহ্বায়ক কমিটি এবং মেহেদী হাসান, সদস্য সচিব, প্রাইমারি মেধাবৃত্তি–২০২৫ আহ্বায়ক কমিটি।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আকরাম খান রুবেল, সদস্য সচিব, কালিকাপ্রসাদ প্রাইমারি বৃত্তি ফোরাম।

সভাপতির বক্তব্যে মোঃ হাফিজ উদ্দিন বলেন, এই প্রাইমারি মেধাবৃত্তি কার্যক্রম সফলভাবে আয়োজন করতে যারা আর্থিক সহায়তা দিয়েছেন, সময় ও শ্রম দিয়ে পাশে থেকেছেন—সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

এবারের প্রাইমারি মেধাবৃত্তি পরীক্ষায় কালিকাপ্রসাদ এলাকার মোট ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি কিন্ডারগার্টেন স্কুলের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে ১৮ জন এবং সাধারণ বৃত্তি লাভ করে ২৮ জন মেধাবী শিক্ষার্থী।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, মেডেল, জ্যামিতি বক্স, খাতা-কলম ও সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প