ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে 'জয়িতা সম্মাননা' পেলেন ৫ নারী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 11, 2025 ইং
কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে 'জয়িতা সম্মাননা' পেলেন ৫ নারী ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘বেগম রোকেয়া দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচজন সফল নারীকে 'জয়িতা' সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (১০ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
পাঁচ জন নারীকে তাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত নারীরা হলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আচমিতা ইউনিয়নের চারিপাড়া সিদ্দিকা ইসলাম, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী কটিয়াদী পৌরসভার পূর্বপাড়ার সাদেকা সুলতানা, সফল জননী নারী মসূয়ার রাবেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী আচমিতার গনেরগাঁও এর সুফিয়া খাতুন, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় কটিয়াদী পৌরসভার চারিপাড়ার তাজ মহল। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চলনায় ও কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোহাইমিনুল আরিফ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা মডেল ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জজ মিয়া, ছাত্র সমাজের প্রতিনিধি আব্দুল্লাহ নোমান, হযরত আলী, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : এ. এস. এম হামিদ হাসান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা