মোঃ জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ভোটের মাঠে আনুষ্ঠানিক লড়াই শুরু হয়েছে। এ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী, সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন পেয়েছেন ‘ঘোড়া’ প্রতীক।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
জানা গেছে, এ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে নুরুল হক নূরকে মনোনয়ন দেওয়ার পর থেকেই নির্বাচন ঘিরে রাজনৈতিক আলোচনা তীব্র হয়। নুরকে সমর্থন না করায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়।
প্রতীক বরাদ্দের পর হাসান মামুন বলেন, “ঘোড়া প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আগামীকাল থেকেই মাঠে নামছি। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং। প্রশাসন যেন নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে—এটাই প্রত্যাশা।”
অন্যদিকে নুরুল হক নূর অভিযোগ করে বলেন, “এই আসনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করছেন। উস্কানিমূলক বক্তব্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা ছড়ানো হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছি।”
নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ জানান, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে দুই ধরনের ক্যামেরা বসানো হবে। এর মধ্যে কিছু লাইভ মনিটরিংয়ে থাকবে এবং কিছু ভিডিও রেকর্ড করবে, যা পরে পর্যালোচনা করা হবে।
প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী বলেন, “পটুয়াখালীতে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।”
সব প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১২ ফেব্রুয়ারি, ব্যালটে সিলের মাধ্যমে ভোটারদের রায়ে।
দৈনিক চ্যানেল দিগন্ত