মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শরীফুল আলমের ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৮টার দিকে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দক্ষিণ সালুয়া এলাকায় এই সভার আয়োজন করা হয়।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মতি মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বকুল ও সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সাদেক।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় বিগত দিনে বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের পাশে শরীফুল আলমের বলিষ্ঠ নেতৃত্ব ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সভায় আগামী ৩১ জানুয়ারি সালুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শরীফুল আলমের উপস্থিতিতে নির্ধারিত নির্বাচনী জনসভাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনসভায় বিপুল জনসমাগম নিশ্চিত করতে এবং মা-বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাঁদের বসার জন্য পৃথক ব্যবস্থা করার বিষয়েও নেতৃবৃন্দ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া কুলিয়ারচরের সর্বজন শ্রদ্ধেয় নেতা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মরহুম নুরুল মিল্লাতসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
দৈনিক চ্যানেল দিগন্ত