ঢাকা | বঙ্গাব্দ

বিজয়নগরে চোরাচালানকৃত ভারতীয় বিড়ি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
বিজয়নগরে চোরাচালানকৃত ভারতীয় বিড়ি উদ্ধার ছবির ক্যাপশন: বিজয়নগরে চোরাচালানকৃত ভারতীয় বিড়ি উদ্ধার
ad728
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা ও আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৪টা ২০ মিনিটে, বিজয়নগর থানা পুলিশ ও আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আউলিয়া বাজারস্থ জনৈক মঞ্জু মিয়ার মালিকানাধীন একতলা ভবনের নিচতলার উত্তর-পূর্ব মাঝখানের দোকানঘরে তল্লাশি চালিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ২৬,৫০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বিড়িগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসামিরা কৌশলে পালিয়ে যায়।

ঘটনার পর বিজয়নগর থানায় পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : তানভীর ভুঁইয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে