গত ১৯শে অক্টোবর রাজধানীর উত্তরা আবদুল্লাহপুরে সরকারি লিজকৃত জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে রবিউল হোসেন এক সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, জমিটির একাংশের দায়িত্বে রয়েছেন এবং বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি ওই জমি দখল করে রেখেছেন।
আবদুল্লাহপুর মৌজার সি.এস ও এস.এ দাগ নং–১০০-এর ৬ শতাংশ জমি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভাওয়াল রাজ স্টেট থেকে শহিদুজ্জামান লিটনের নামে ২০২৫ সালের জুনে লিজ প্রদান করা হয়েছে।ভাওয়াল মার্কেট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রবিউল হোসেন সংবাদ সম্মেলনে জানান, লিজকৃত জমির মালিক শহিদুজ্জামান লিটনের কাছে সরকারের প্রদত্ত সকল বৈধ কাগজপত্র রয়েছে। খাজনা, খারিজ ও লিজপত্রের কপিও সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, বর্তমানে ওই জমিতে সুরুজ, মামুন, মিঠু, ইউনুস ও আতিক নামে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বসবাস করছেন। গত তিন মাসে বারবার লিখিত নোটিশ এবং মৌখিকভাবে জানানো সত্ত্বেও তারা জমি ছাড়ছে না। রবিউল হোসেন বলেন, “আমরা নিয়মিতভাবে সরকারকে খাজনা ও কর প্রদান করি। তাই আমাদের বৈধ জমিতে অন্য কেউ অবৈধভাবে বসে থাকলে তা মেনে নেওয়া যায় না।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং জমি দখলমুক্ত করার আহ্বান জানান।
সংক্ষেপে মূল তথ্য অনুযায়ী, জমিটি ৬ শতাংশ এবং এটি আবদুল্লাহপুর মৌজা, সি.এস ও এস.এ দাগ নং–১০০। জমির বৈধ মালিক শহিদুজ্জামান লিটন, এবং এটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভাওয়াল রাজ স্টেট থেকে ২০২৫ সালের জুনে লিজপ্রাপ্ত। প্রধান অভিযোগ হলো অবৈধ দখলদাররা জমি ছাড়ছে না এবং দাবিটা হলো প্রশাসনের হস্তক্ষেপে জমি দখলমুক্ত করা।