ঢাকা | বঙ্গাব্দ

প্রথমা আলো’র প্রতিনিধি তানভীর ভূঁইয়ার ২২তম জন্মদিন উদযাপিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
প্রথমা আলো’র প্রতিনিধি তানভীর ভূঁইয়ার ২২তম জন্মদিন উদযাপিত ছবির ক্যাপশন: প্রথমা আলো
ad728
প্রথমা আলো’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং চট্টগ্রাম বিভাগীয় প্রধান তানভীর ভূঁইয়ার ২২তম শুভ জন্মদিন আজ আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। তরুণ বয়সেই সাংবাদিকতা, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজের মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।

সহকর্মী সাংবাদিক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা জানান—তানভীর ভূঁইয়া দায়িত্বশীলতা, সত্যনিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমা আলো’র পাঠকের কাছে পৌঁছে দিয়ে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন।

জন্মদিন উপলক্ষে তানভীর ভূঁইয়া সকলের শুভেচ্ছা গ্রহণ করে বলেন—
“মানুষের পাশে থাকা, সত্য তুলে ধরা এবং নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল শক্তি। জনমানুষের আস্থা ধরে রেখে আরও ভালো কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।”

পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সফল কর্মজীবনের জন্য দোয়া করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর