দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দিনব্যাপী এই পিঠা উৎসব ঘিরে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলার গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্টলে ঘরোয়া পিঠা-পুলি থেকে শুরু করে শীতের ঐতিহ্যবাহী নানা খাবার সাজানো হয়। নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলায় বাড়তি প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন আয়োজনে এলাকায় এক আনন্দমেলা সৃষ্টি হয়েছে। শীতের বিকেলে পরিবার-পরিজন নিয়ে পিঠা উৎসব উপভোগ করতে পেরে তারা আনন্দিত।
আয়োজকেরা জানান, এ ধরনের উৎসব আগামীতে আরও ব্যাপক পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
আব্দুল আলীম