দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর মান্দা উপজেলায় সকল ল্যাব ও মেডিকেল টেকনোলজিস্টরা আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। দাবি আদায়ে এটি ছিল তাদের সাময়িক কর্মসূচির অংশ।
কর্মবিরতিতে অংশ নেওয়া টেকনোলজিস্টরা জানান—ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুর রহমান জেনারেল হসপিটাল অ্যান্ড রিসার্চ ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট কাজল চন্দ্রসহ মান্দার বিভিন্ন ল্যাবের টেকনোলজিস্টরা।
মোঃ রনি ইসলাম