ঢাকা | বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে করা আপিলের নবম দিনের শুনানি শেষে আগামী ১১ নভেম্বর পর্যন্ত মামলাটির কার্যক্রম মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ দিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুনানিকালে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দিয়েছিল আপিল বিভাগ, তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। নষ্ট করে দেয়া হয়েছে সমাজব্যবস্থাকে। মৃত ব্যক্তিকে ভোটের সুযোগ করে দেয়া হয়েছিল।’

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে হাইকোর্টের জামিন
২ ঘণ্টা আগে
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে হাইকোর্টের জামিন
তিনি জানান শুনানিকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান দিতে চায় আপিল বিভাগ।

গেলো দেড় দশকে দেশের মানুষ শাসিতের পরিবর্তে শোষিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলের। গুম খুন বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের ২০২৪ সালের ২৭ আগস্ট প্রথম আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত